চট্টগ্রামে ট্রান্সফরমার থেকে পাঁচ তলা ভবনে আগুন

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোডে একটি বহুতল ভবনে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের স্টেশন কর্মকর্তা মোকাররম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, সৈয়দ শাহ রোডের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে তারের জঞ্জালে আগুন লাগে। সেখান থেকে পার্শ্ববর্তী ভবনের দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস চন্দনপুরা ও লামারবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে এলে অগ্নিকান্ড ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।

রিপোর্ট লিখা পর্যন্ত ভবনের ভেতরে অনেক বাসিন্দা আটকা পড়েছে তবে কোন আহত বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

Share This Article