
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার চাঞ্চল্যকর গণধর্ষণ এবং পর্ণোগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান আসামী ওমর ফারুক’কে চাঁদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
শুক্রবার (০৩ অক্টোবর) বিষয়টি জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন।
তিনি জানান, র্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার মামলা নং-২৩, তারিখ ২১ আগস্ট ২০২৫ইং,ধারাঃ-৩২৩/৩৭৯ পেনাল কোড ১৮৬০ তৎসহ ২০১২ সালের পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন এর ৮(১)/৮(২) এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৯(৩) মামলার ০১ নং এজাহারনামীয় প্রধান আসামী ওমর ফারুক চাঁদপুর সদর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে আজ (শুক্রবার, ০৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চাঁদপুর জেলার সদর থানাধীন ঢালীর ঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ওমর ফারুক (২২), পিতা-মাহবুল আলম সাং-জেলে পাড়া, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।