চট্টগ্রামে মাকে কুপিয়ে হত্যা: ছেলে আটক

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রামে মাকে কুপিয়ে হত্যা করার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৩ জুন) দুপুরে বিষয়টি জানান সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) নিহাত আদনান তাইয়ান।

তিনি বলেন, রোববার (০২ জুন) রাত সাড়ে ১১টার দিকে নগরের পাহাড়তলী থানাথীন ভেলোয়ার দিঘি এলাকার বাসিন্দা রিনা আক্তারকে (৪৭) তার মাদকাসক্ত কলেজ পড়ুয়া ছেলে ওমর আলী কুপিয়ে হত্যা করে। মাদকের জন্য মায়ের কাছে টাকা চায় ওমর আলী। প্রায় মাদকের জন্য মায়ের কাছ থেকে টাকা নিত ওমর। কিন্তু সেদিন রিনা আক্তার ছেলেকে টাকা দিতে অস্বীকৃতি জানান। টাকা না পেয়ে ক্ষুব্ধ ওমর ঘরে থাকা বটি দিয়ে মাাকে এলোপাতাড়ি কোপ দেয়। এতে গলা, দুই হাত ও বুকে আঘাত লেগে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ওমর আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ময়নাতদন্তের জন্য রিনা আক্তারের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Share This Article