চট্টগ্রামে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দোষীর যাবজ্জীবন

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রামে মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মোস্তাফিজুর রহমান বাবু নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। রোববার (২৪ নভেম্বর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন।

মোস্তাফিজুর রহমান বাবু নগরীর মুরাদপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় মাদ্রাসাতুল মদিনার কর্মচারী ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় অভিযুক্ত অপর দুই ব্যক্তিকে যথেষ্ট প্রমাণের অভাবে খালাস দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১১ ও ১৮ অক্টোবর ওই মাদ্রাসার এক শিক্ষার্থীকে দুই দফায় ধর্ষণ করেন মোস্তাফিজুর। বিষয়টি জানার পর ভুক্তভোগী শিশুর বাবা একই বছরের ২৪ নভেম্বর পাঁচলাইশ থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। মামলার বিচারকাজ চলাকালে আটজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। আদালত সব তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে মোস্তাফিজুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ সাজা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায় ধর্ষণের মতো ন্যক্কারজনক অপরাধের বিরুদ্ধে একটি দৃঢ় বার্তা দেবে।” অন্যদিকে আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।

Share This Article