চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদল নেতা বাবলা

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ’র নির্বাচনি গণসংযোগে সন্ত্রাসীদের গুলিতে আহত যুবদল নেতা সরোয়ার হোসেন বাবলা মারা গেছেন।

বুধবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় বায়েজিদ থানার চাইল্লাতলী এলাকায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলি বর্ষণের সময় আহত যুবদল নেতা সরোয়ার হোসেন বাবলা মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গণসংযোগ কালে হঠাৎ দুইজন ব্যক্তি ঘটনাস্থলে এসে বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে বেশ কয়েকটি গুলি করে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় গুলিতে বিএনপির এমপি প্রার্থী এরশাদ উল্লাহও আহত হন। আহতদের স্থানীয় সমর্থক ও এলাকাবাসী দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ শঙ্কামুক্ত হলেও মারা যান তার অনুসারী সরোয়ার হোসেন বাবলা।

Share This Article