চট্টগ্রাম নগরে আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিজিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করবে। জনসাধারণের জানমালের নিরাপত্তা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি এ তৎপরতা চালাবে।

চট্টগ্রাম মহানগরীতে এমন মোতায়েন সাধারণত বিশেষ পরিস্থিতি কিংবা উত্তেজনাপূর্ণ অবস্থায় দেখা যায়। তবে এ মোতায়েনের সুনির্দিষ্ট কারণ বা প্রেক্ষাপট সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

Share This Article