চট্টগ্রাম হাসপাতাল থেকে যুবক অপহরণ, ফেরত দিতে এসে গ্রেফতার ৩

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতাল থেকে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এর বিক্রয় প্রতিনিধিকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

এই ঘটনায় ভোক্তভোগী ফয়সাল মাহমুদ (৩০) এর পিতা জসিম উদ্দিন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। তিনি কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা।

অভিযুক্তরা হলেন- মোহাম্মদ আবুল সাজ্জাদ উরফে আদর (৩২), আশরাফুল আমিন (২৯), মোঃ তারিক আসিফ (২৭), শাহাদাত হোসেন শান্ত (২০), ও আমিমুল এহসান ফাহিম (২৫)।

পুলিশের দাবী, আজ সোমবার বিকেলে পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামী- আশরাফুল আমিন (২৯), মোঃ তারিক আসিফ (২৭), শাহাদাত হোসেন শান্তকে (২০) গ্রেফতার করা হয়েছে। এর আগের দিন রবিবার রাত ৮টা নাগাদ ফয়সালকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

নাম প্রকাশ না করার শর্তে অপহরণের শিকার ফয়সালের সহকর্মীরা বলেন, অপহরণকারীরা মুক্তিপন না পেয়ে দুপুরে ফয়সালকে পাঁচলাইশ থানায় তুলে দিতে আসলে পুলিশ ৬ জনকে আটক করে।

পুলিশ জানাযায়, গতকাল (রবিবার) পার্কভিউ হাসপাতালে কর্মরত অবস্থায় কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে রাউজানে গহিরায় নিয়ে আটকে রাখে। এসময় তার কাছ থেকে ২০ লাখ টাকা মুক্তিপন দাবী করে। যাওয়ার পথে তার পকেটে থাকা দুই হাজার টাকা নিয়ে নেয় এবং আজ সকাল ৯টার দিকে ফয়সাল কে নিয়ে তার পকেটে থাকা ডেবিট কার্ড দিয়ে রাউজান ডাচ বাংলা বুথ থেকে ১৮ হাজার টাকা এবং ১১টার দিকে জিইসি মোড়স্থ স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করিয়ে নেয়। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে নগরীর চকবাজার প্যারেড মাঠে ছেড়ে দেয়।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, অপহরণের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share This Article