পার্বত্য জেলা রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানা পুলিশ কর্তৃক দেশীয় তৈরি চোলাই মদ সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) নির্দেশনায়,চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ জনাব, আনচারুল করিম এর সার্বিক তত্ত্বাবধানে গতকাল শুক্রবার ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানাধীন ০২নং রাইখালী ইউপির, ০৩নং ওয়ার্ডস্থ, মোহাম্মদ পুর তিন রাস্তার মাথায় পাকা রাস্তার উপর এসআই(নিঃ) পলাশ চন্দ্র রায়, সঙ্গীয় এএসআই(নিঃ) জহিরুল ইসলাম খন্দকার, এএসআই(নিঃ)মোঃ হানিফ, কং/১৩৫৪ হেলাল বেপারী সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া কিলিমং মারমা(৩৮), সিংমং মারমা ওরফে অংদু(২৯) দের কে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ গ্রেফতার পূর্বক উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতার করে আসামীদের থানা হেফাজতে নিয়ে আসেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, উদ্ধারকৃত অবৈধ দেশীয় তৈরী চোলাই মদ তাহারা বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রাখিয়াছিল।পরবর্তীতে বাদী এস আই পলাশের হইতে এজাহার প্রাপ্ত হইয়া চন্দ্রঘোনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করিয়া অদ্য-১৮/০৫/২৪ইং তারিখ আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।