চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ চিত্র ডেস্ক

চন্দ্রঘোনা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৭১০ (সাতশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) এর নির্দেশনায়, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম সার্বিক তত্ত্বাবধানে আজ দুপুর ২.৩০ সময় চন্দ্রঘোনা থানাধীন ২নং রাইখালী ইউপি এর কাজীপাড়া সাকিনস্থ টেকের মোড় সিএনজি স্টেশন সংলগ্ন মা-বাবার দোয়া হোটেলের ক্যাশ কাউন্টারের সামনে হইতে এসআই(নিঃ) মোঃ মকবুল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ জুয়েল (৩০) কে আটক করে।

তার পিতার নাম মোঃ ইসমাইল, মাতার নাম কুলসুমা বেগম,তার বাড়ি লেমুছড়ি, ০৩নং ওয়ার্ড, ২নং রাইখালী ইউপি, থানা- চন্দ্রঘোনা, জেলা রাঙ্গামাটি। থানা পুলিশের বিশেষ টিম ৭১০ (সাতশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে তাকে থানা হেফাজতে নিয়ে আসে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম জানান,এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Share This Article