চরফ্যাসনে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

বাংলাদেশ চিত্র ডেস্ক

মনিরুল ইসলাম(চরফ্যাশন সংবাদদাতা):-
“ভরবো মাছে মোদের দেশে-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে চরফ্যাসনে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৪ উদযাপন করা হয়েছে।

উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন চত্বরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশাল র্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রঙ বেরঙের ফেস্টুন, প্লেকার্ড ও বিভিন্ন ধরনের প্রযুক্তি ভিত্তিক বোর্ড নিয়ে অংশ গ্রহন করে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এবং র‌্যালী শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার । বিশেষ অতিথি ছিলেন এফডিএ’র নির্বাহী পরিচালক কামাল উদ্দিন, এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফডিএ’র সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ ও প্রোগ্রাম সমন্বয়কারী জয়দেব মিস্ত্রিসহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানে উপজেলার ৫ শতাধিক জেলে ও মৎস্য চাষীরা অংশ গ্রহণ করেন।
আলোচনা সভা শেষে মৎস্য ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অবদান রাখায় বেসরকারী প্রতিষ্ঠান পরিবার উন্নয়ন সংস্থা ( এফডিএ) কে জাতীয় মৎস্য পদক পুরস্কার প্রদান করা হয়।
একই দিনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর আয়োজনে বেতুয়া খালে দেশী মাছের পোনা অবমুক্তকরন কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ চিত্র/আনিস

Share This Article