চসিকের উচ্ছেদ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালন করে আগ্রাবাদ এক্সেস রোডের বাদামতলী মোড় সংলগ্ন পার্কিংয়ের জায়গা থেকে অবৈধ গেইট অপসারন ও ফুটপাত থেকে ৫০টি দোকান উচ্ছেদ করেছে  ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর )নগরীর ডবলমুরিং ও কোতোয়ালী এলাকায় এ অভিযান পরিচালনা করে চসিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

এছাড়াও রাইফেল ক্লাবের সম্মুখ থেকে লয়েল রোড হয়ে লালদিঘীর পাড় পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের ফুটপাত থেকে প্রায় ৫০টি অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারন করা হয়। ফুটপাতে দোকানের মালামাল রেখে ব্যবসা পরিচালনা করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৬ ব্যক্তিকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ডবলমুরিং থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেট কে সহায়তা প্রদান করেন।

Share This Article