চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন লন্ডন সফরকালীন সময়ে চসিকের প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন।
রবিবার (৯ নভেম্বর) লন্ডন থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত৷ করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিবৃতিতে মেয়র জানান, লন্ডন সফরের সম্পূর্ণ খরচ মেয়র ব্যক্তিগতভাবে বহন করছেন। এর আগে মেয়রের কানাডার টরেন্টো সফরের খরচও ব্যক্তিগতভাবে বহন করেছেন। সরকার, চসিক, ঠিকাদার বা তৃতীয় কোন পক্ষ এ সফরের অর্থায়ন করছে না।
মেয়র আরো জানান, তিনি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে চসিকের গাড়ি বা জ্বালানি তেল ব্যবহার করেন না। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে তিনি ব্যক্তিগত গাড়ি এবং জ্বালানি ব্যবহার করেন।