চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

বাংলাদেশ চিত্র ডেস্ক

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রহিমানগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রহিমানগর বাজারে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের অনুসারীরা সমাবেশ ডাকে। এর কাছাকাছি দূরত্বে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোশাররফ হোসেনের অনুসারীরাও সমাবেশ ডাকেন।

তারা আরও জানান, একপর্যায়ে উভয়পক্ষ পাল্টাপাল্টি কটুক্তিমূলক স্লোগান দেয়া শুরু করে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কচুয়া উপজেলা বিএনপির সদস্যসচিব মঞ্জুর আহমেদ সেলিম অভিযোগ করে বলেন, ‘বিএনপির সাবেক মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সমর্থিত নেতাকর্মীরা অতর্কিতভাবে এ হামলা করেন। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উল্ল্যাহ সেলিম হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ‘বিএনপি নেতা মোশাররফ হোসেন সমর্থিত নেতাকর্মীরা গণমিছিল করেন। এসময় রহিমানগর বাজার প্রদক্ষিণকালে ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে। ওইসময় ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে পুলিশের টহল বাড়ানো রয়েছে।’

Share This Article