চাঁদপুর জেলা প্রতিনিধি ::
চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এমপি প্রার্থী সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) মতলব উত্তরে আসছেন। নৌকা প্রতীক পাওয়ার পর তিনি এই প্রথম নির্বাচনী এলাকায় আসলেন। ২৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে মতলব উত্তর উপজেলায় প্রবেশ পথে গালিমখাঁ বাংলা বাজার বেরীবাঁদের উপর তাকে অনেক নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে গত ২৬ নভেম্বর ২৯৮ টি আসনে দলীয় প্রার্থী দেয় আওয়ামীলীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করেন। সেই সাথে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এর নাম ঘোষনা করা হয়। এর আগেও গত ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনী এলাকায় আসার পথেই নেতাকর্মীরা ফুলে ফুলে শুভেচ্ছা জানান। এছাড়া বিভিন্ন যানবাহন যোগে এবং মিছিলে মিছিলে নৌকার প্রার্থীকে স্বাগত জানান কর্মী সমর্থক ও দলীয় নেতাকর্মীরা। পরে তিনি বেলতলীয়, কালীপুর, ষাটনল, সটাকী, দশানী বেরীবাঁধ হয়ে নিজ বাড়ি মোহনপুর এলাকায় যান। সেখানে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষন দেন।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।