
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকায় সাজ্জাদ গ্রুপ ও সরওয়ার গ্রুপের গোলাগুলিতে তাহসান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত তাহসান চান্দগাঁও থানার হাজীরপুল এলাকার মো. মুসার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজ্জাদ গ্রুপ ও সরওয়ার গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।