চান্দগাঁওয়ে পুলিশের অভিযানে ১০ জুয়া‌ড়ি আটক

বাংলাদেশ চিত্র ডেস্ক

নগরী‌র চান্দগাঁওতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১০ জুুয়া‌ড়ি‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

গতকাল শুক্রবার রা‌তে চান্দগাঁও থানাধীন খালাশী পুকুর পাড় সিকদার বাড়ি এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেফতার করা হয়।

আজ শ‌নিবার (২৩ ন‌ভেম্বর) থানা সূ‌ত্রে বিষয়টি নি‌শ্চিত করা হয়।এ সময় জুয়া খেলার সরঞ্জাম ৫২টি তাস ও নগদ ১ হাজার ৬৩৪ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হ‌লেন মোঃ মিরাজ (১৯), মোঃ রবিউল (২৪), মোঃ শাহীন (৩০), মোঃ শিপন (২৮), মোঃ মুন্না (২৫), মোঃ সাহাবুদ্দিন (৩৫), মোঃ জাহেদ (৩০), মোঃ ইউসুফ (৪২), মোঃ মফিজ (৫০) ও মোঃ মোজাহের (৩৫)।

পু‌লিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় অধর্তব্য মামলা রুজু হয়েছে।

Share This Article