চান্দগাঁও থানার অভিযানে নিষিদ্ধ সংগঠনের এক সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রামের চান্দগাঁও থানার একটি বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার কার্যনির্বাহী সদস্য মোঃ ইছমাইল হোসেন বাতেনকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ২:৫০ মিনিটে চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদার পাড়ার জাক্কুর বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই আজিজুল হকসহ অন্যান্য সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

ইছমাইল হোসেন বাতেনের স্থায়ী ঠিকানা ফেনী জেলার পশুরাম পৌরসভার ৯নং ওয়ার্ডের উত্তর গুতুমা গ্রামের চৌধুরী বাড়ি। তবে বর্তমানে তিনি চট্টগ্রামের চান্দগাঁও এলাকার পশ্চিম ফরিদার পাড়ায় বসবাস করছিলেন।

Share This Article