চান্দগাঁও থানার অভিযানে গ্রেপ্তার ৩

বাংলাদেশ চিত্র ডেস্ক

নগরীর চান্দগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার (২৩ নভেম্বর) ভোররাত পর্যন্ত নগরীর চান্দগাঁও থানা পুলিশের টিম অভিযান চালিয়ে এই আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন – মোঃ হান্নান (৩৩), মোঃ আরাফাত (১৯) এবং মোঃ আকবর হোসেন (২৫)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন  বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share This Article