চালু হচ্ছে ২২ বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল

বাংলাদেশ চিত্র ডেস্ক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএলের উদ্যোগে রাজশাহীতে দীর্ঘ ২২ বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল এবার ‘বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড’ হিসেবে পুনরায় যাত্রা শুরু করতে যাচ্ছে।

আজ ২৮ এপ্রিল সোমবার দুপুরে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ কথা জানান প্রাণ-আরএফএল গ্রপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল।

তিনি জানান, গত বছর অক্টোবরে চুক্তি স্বাক্ষরের পর ডিসেম্বরেই কারখানার দায়িত্ব বুঝে নেয় প্রাণ-আরএফএল গ্রুপ। দায়িত্ব বুঝে নেয়ার তিন মাসের মাথায় কারখানায় পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু হয়।

তিনি বলেন, আগামী দু’বছরের মধ্যে কারখানাটি পুরোদমে চালু করা হবে। বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন-বিটিএমসির সঙ্গে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের আওতায় মিলটি চালু করতে যাচ্ছে প্রাণ-আরএফএল।

 


Share This Article