গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেটের রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (অফিসার) খন্দকার জান্নাতুল নাঈমকে শেরপুরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে শনিবার রাত ৯টায় জান্নাতুল নাঈমকে বহনকারী ফ্রিজিং গাড়ি লাভার খন্দকার পাড়ায় প্রবেশ করলে, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।
নাঈমকে ময়মনসিংহের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মহাপরিচালকের পক্ষে দেওয়া হয় শ্রদ্ধাঞ্জলি। রাত দশটায় জানাজা নামাজ শেষে খন্দকার বাড়ির পারিবারিক গোরস্থানে চির নিদ্রায় শায়িত হন ফায়ার ফাইটার নাঈম।
গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নেভাতে গিয়ে নাঈম গুরুতর দগ্ধ হন। তার শরীরের প্রায় ৪২ শতাংশ পুড়ে যায়। এরপর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।