চিরিরবন্দরে ড্রাম ট্রাক থেকে ১০০ কেজি গাঁজা জব্দ, আটক ৩

বাংলাদেশ চিত্র ডেস্ক

চিরিরবন্দরে ড্রাম ট্রাকসহ ১০০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন চিরিরবন্দর থানার পুলিশ ।

গতকাল শনিবার রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার রেল স্টেশন ঘুঘুরাতলী সড়কের নুরজাহান সুপার মার্কেটের সামনে থেকে ১০ চাকা বিশিষ্ট ড্রাম ট্রাকের ভিতরে ড্রাইভারের সিটের পিছন হতে ১০০ কেজি গাঁজাসহ ( ৩৪ প্যাকেট) ড্রাম ট্রাক জব্দ করে পুলিশের একটি টহল দল। এসময় মাদক ব্যবসার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে।

আটককৃতরা হলেন – দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি এলাকার আমজাদ হোসেনের ছেলে মোস্তাকিম (৩১) একই এলাকার সাইফুদ্দিন ওরফে সাহেব এর ছেলে রেজাউল করিম (৪৫) ও রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ফেসকিপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে মোহাইমিনুর রহমান (৩০)।

গতকাল শনিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টায় একটি ড্রাম ট্রাককে আটক করে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। গাঁজার আনুমানিক মূল্য ১৫ লাখ ।

আটককৃতদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। মামলা নং ২৮/২০৫

Share This Article