
চিরিরবন্দরে পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় পরিবার পরিকল্পনা অফিসের হল রুমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট দিনব্যাপী এই উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন করে।
উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ জাকিরুল ইসলাম । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের উপ-পরিচালক মোঃ ইফতেখার রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) রুনাল্ট চাকমা, দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়লা বানু , উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার শাহা , সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম সরকার প্রমুখ ।
কর্মশালায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোরকিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এতে শিক্ষক, ইমাম, সাংবাদিক, জনপ্রতিনিধি, নারীনেত্রী এবং যুব সমাজের প্রতিনিধিগণ অংশ নেন।