
চট্টগ্রাম বন্দরে চীন থেকে ফেব্রিক্স ঘোষণায় আনা বিদেশি মদের বড় চালান ধরা পড়েছে। ২০ ফুট লম্বা একটা কনটেইনারে বিভিন্ন ব্রান্ডের ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ রয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে কাস্টমস হাউস, চট্টগ্রামের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স (এআইআর) টিম চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ড থেকে চালানটি আটক করে। এ চালানে ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছিল বলে অভিযোগ ওঠেছে।
চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, ফেব্রিক্স ঘোষণায় নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের নামে মদের এই চালান এসেছে। আর চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট-হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড। কনটেইনারটিতে ১ হাজার ১১৪ কার্টনে ১২ হাজার ১৬৮ বোতলে ১১ বিদেশি ব্র্যান্ডের ১১ হাজার ৬৭৬ লিটার ওয়াইন, হুইস্কি ও ভদকা পাওয়া গেছে। যার শুল্কায়নযোগ্য মূল্য ২ কোটি টাকা আর এর বিপরীতে রাজস্বের পরিমাণ প্রায় ১২ কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, দোষী ব্যক্তিদের চিহ্নিত করে কাস্টমস আইন, ২০২৩ এবং প্রচলিত অন্যান্য আইন ও বিধি অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে ।
তিনি বলেন, ‘গত ২৭ জুন ওয়াটার পিউরিফায়ার মেশিনের ঘোষণায় আনা ৫০ লাখ শলাকা সিগারেট আটক করেছিল এআইআর শাখার চৌকস টিম। সেই ধারাবাহিকতায় এবারও মিথ্যা ঘোষণায় আনা মদের চালান আটক করে সরকারি রাজস্ব সুরক্ষিত করা হলো।’