চুলের মুঠি টেনে-হিঁচড়ে শাশুড়িকে মারধর, ভিডিও ভাইরাল

বাংলাদেশ চিত্র ডেস্ক

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এক বৃদ্ধা নারী এবং তার ছেলেকে নির্মমভাবে লাঞ্ছিত করেছেন ওই ব্যক্তির স্ত্রী এবং তার পরিবার। ঘটনাটি এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শনিবার (৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, ওই ব্যক্তির নাম বিশাল বাত্রা। তিনি পুলিশকে অভিযোগ করেন, তার স্ত্রী নীলিকা এক বছরেরও বেশি সময় ধরে তার ৭০ বছর বয়সি মা সরলা বাত্রাকে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য চাপ দিচ্ছিলেন। তবে বিশাল তার মায়ের স্বাস্থ্যের কারণে রাজি হননি। এর ফলে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া হত।

সরলা বাত্রার দাবি, ১ এপ্রিল দুপুরে তার পুত্রবধূ তার বাবাকে ফোন করেন এবং তারপর তিনি কয়েকজন সন্ত্রাসী নিয়ে আদর্শ কলোনিতে তাদের বাড়িতে পৌঁছান। সিসিটিভি ভিডিওতে বিশাল বাত্রাকে তার বাড়ির ভেতরে থাকতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, বিশালের শ্বশুর ঘরে ঢুকে হঠাৎ তাকে চড় মারেন। তিনি পাল্টা আঘাত করার চেষ্টা করলে আরও কয়েকজন ভেতরে ঢুকে তাকে মারধর শুরু করেন। পরে বিশালের স্ত্রী দ্বিতীয় তলা থেকে নীচে নেমে এসে তার শাশুড়িকে টেনে-হিঁচড়ে নিয়ে যান। ওই সময় বিশাল বাত্রা তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করছিলেন।

ভিডিওতে আরও দেখা গেছে, বিশালের স্ত্রী তার শাশুড়িকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছেন এবং তাকে কিল, ঘুষি মারছেন।

এ সময় সেখানে তাদের নাবালক ছেলেও ছিল, যাকে ভয় পেয়ে উপরে চলে যেতে দেখা গেছে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, সরলা বাত্রাকে রাস্তায় লাঞ্ছিত করা হচ্ছে এবং তার ছেলে তার মাকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে।

এদিকে মারধরের পর সরলা বাত্রার চোখ ফুলে গেছে। তিনি অভিযোগ করেন, তার ছেলের শ্বশুরবাড়ির লোকেরা তাকে টেনে বের করে এনেছিল এবং লাগাতার মারধর করতে থাকেন। এরপর প্রতিবেশীরা ছুটে আসেন এবং বিষয়টি থানা পর্যন্ত গড়ায়।

পরে এনডিটিভিকে সরলা বাত্রা বলেন, ‘আমাকে অনেক হয়রানি করা হয়েছে। আমি আর সহ্য করতে পারছি না। তারা সন্ত্রাসী ডেকেছিলেন এবং তার বাবা এবং ভাই আমাদের মারধর করেছে। কেউ কীভাবে এক নারীকে মারতে পারে? এখন তারা আমাদের হত্যার হুমকি দিচ্ছে। আমরা ভীত এবং বাড়ি থেকে দূরে চলে এসেছি।’

অন্যদিকে, বিশাল বাত্রা অভিযোগ করেছেন, তার শ্যালক তাকে থানায় হুমকি দিয়েছেন, তিনি তাকে এবং তার মাকে হত্যা করবেন। তার শ্বশুরবাড়ির লোকেরা তার কোটি টাকা দামের বাড়িটিও দখল করে নিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি। বাড়িটি এখন তালাবদ্ধ করে রাখা হয়েছে। ফলে তাদের বাইরে থাকতে হচ্ছে।

বিশাল অভিযোগ করেন, তার স্ত্রীও তার এবং তার মায়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করার হুমকি দিয়েছেন।

বিশালের স্ত্রী নীলিকা এবং শ্বশুর এখনও এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

ভিডিও দেখুন:

 

Share This Article