চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২

শরীফ সাথী

শরীফ সাথী (কার্পাসডাঙ্গা) :- চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় নুরজাহান বেগম (৬০) ও শতবর্ষ বয়সি মোহর আলী নামে দু’জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার লোকনাথপুর ফায়ার সার্ভিসের সন্নিকটে মোটরসাইকেল ও পাখিভ্যানের মখোমুখি সংঘর্ষে পাখিভ্যান যাত্রী নুরজাহান বেগম নিহত হয়। এসময় পাখিভ্যান চালক বাবলু (৫০) যাত্রী জামেনা খাতুন (৬৫) ও গঞ্জনা বেগম (৮০) নামে ৩ জন মারাত্নক ভাবে আহত হয়েছে। এদের মধ্যে পাখিভ্যান চালক বাবলুর অবস্থা আশংকা জনক।অপরদিকে, একই উপজেলার জয়রামপুর চৌধুরীপাড়া নামক স্থানে শতবর্ষ বয়সি মোহর আলী নামে অপর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সন্ধা সাড়ে ৭ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নুরজাহান বেগম সদর উপজেলার দর্শনা থানার আকুন্দবাড়িয়া গ্রামের মৃত. দাউদ আলীর স্ত্রী এবং মোহর আলী উপজেলার জয়রামপুর চৌধুরী পাড়ার মৃত রব্বানী মালিতার ছেলে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার জ্যোতি জানান, হাসপাতালে আসার আগেই নুরজাহান বেগম এবং চিকিৎসাধীন অবস্থায় মোহর আলী মারা যায়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের পক্ষথেকে কোন অভিযোগ না করায় লাশের ময়না তদন্ত না করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
বাংলাদেশ চিত্র/আনিস

Share This Article