আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার সদর উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইয়াছিন আরাফাত ও সদস্যদের ১ম কার্যদিবস উপলক্ষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অত্র ইউপি চেয়ারম্যান এম ইয়াছিন আরফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিক রাজু।
এই সময় প্রধান অতিথি ও চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। স্বাগত বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন সচিব নুরল আমিন। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক সহ অন্যান্যরা।
নবনির্বাচিত চেয়ারম্যান ইয়াছিন আরাফাত বলেন, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে তিনি ও ইউপি সদস্যরা একত্রে কাজ করে যাবেন। সেই সাথে
সমাজ ও ইউনিয়ন থেকে ইভটিজিং, ইয়াবা, মাদক, কিশোর গ্যাং সহ নানা রকম অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন বলে তিনি জানান।
এই সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও অত্র ইউনিয়নের সাধারণ মানুষ সহ আরো অনেকে।