
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ৬ নং ঘোলপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)বশির আহমেদ সঙ্গীয় ফোর্সনিয়ে গোপন সংবাদের ভিত্তিতে (১১জুন) ভোর ০৬.৫৫ মিনিটের সময় চৌদ্দগ্রাম থানাধীন ৬ নং ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা উত্তরপাড়ার মোঃ নুরুল ইসলাম এর ঘর থেকে ২০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ নুরুল ইসলাম উপজেলার ৬ নং ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা উত্তরপাড়ার মৃত আলী আশরাফ এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময় বলেন, গ্রেফতারকৃত আসামি মোঃ নুরুল ইসলাম এর বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।