চৌমুহনীতে গভীর রাতে দুদর্শ চুরি: ২ কোটি টাকা লুট


Macaziz518@gmail.com প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৪, ২:৩১ অপরাহ্ণ /
চৌমুহনীতে গভীর রাতে দুদর্শ চুরি: ২ কোটি টাকা লুট
চৌমুহনীতে গভীর রাতে দুদর্শ চুরি: ২ কোটি টাকা লুট

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে মেসার্স সুবর্ণা ফ্রুট এজেন্সি নামে একটি ফলের আড়তে দুদর্শ চুরির ঘটনা ঘটার অভিযোগ পাওয়া গেছে। আড়ত কর্তৃপক্ষের দাবি লোহার সিন্দুক ভেঙে ১ কোটি ৮০ লাখ টাকা চুরি করা হয়েছে।

রোববার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে ফলের পাইকারি আড়ত মেসার্স সুবর্ণা ফ্রুট এজেন্সিতে এ চুরির ঘটনা ঘটে।

ফল আড়তের ব্যবস্থাপক মানিক জানান, ঈদ উপলক্ষে গত কয়েক দিন ব্যাংক বন্ধ থাকায় জেলার বিভিন্ন বাজারে পাইকারী বিক্রি করা ফলের নগদ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা দোকানের লোহার সিন্দুকে রাখা ছিল।

তিনি জানান, সোমবার সকালে এ আড়তে তিনটি ফলের ট্রাক আসে। এসময় তারা দোকানে এসে দেখতে পান শাটারের তালা ভাঙা। পরে ভেতরে গিয়ে দেখেন উপরে টিনের চাল খোলা, কলাবসিবল গেট ভাঙা এবং ভেতরে থাকা লোহার সিন্দুক তছনছ করা। এসময় সিন্দুকে রাখা ১ কোটি ২৮ লাখ টাকা নেই এবং সিসি ক্যামেরাগুলোও নেই।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ বিষয়ে এখনও অভিযোগ পাইনি। তবে এব্যাপারে পুলিশী তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।