
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ঐতিহ্যবাহী মিতালি বেকারির নতুন শোরুম মিতালি সুইটস্ এন্ড বেকারী শুভ উদ্বোধন করা হয়েছে।
বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তায় সোনাইমুড়ী রোডের পাশে প্রধান অতিথি হিসেবে বেগমগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর হোসেন মাসুদ ফিতা কেটে এবং উদ্ভোধক চৌমুহনী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাকিব উদ্দিন চৌধুরী রাকিব কেক কাটার মধ্য দিয়ে উদ্ভোধনী ঘোষণা করেন।
পরে মিলাদ ও দোয়া মুনাজাত করে ব্যবসার জন্য এবং দেশ ও জাতির কল্যানে দোয়া কামনা করা হয়।
এসময় নতুন আঙ্গিকে “মিতালি সুইটস্ এন্ড বেকারী” উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণে শুভাকাঙ্ক্ষীদের নিকট প্রতিষ্ঠানের স্বত্বাধিকার মাইনুল ইসলাম সকলের কাছে এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানের উন্নতি ও সমৃদ্ধির জন্য দোয়া কামনা চেয়েছেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন, নরোত্তমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছালেহ আহম্মদ, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিসমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকার মোহাম্মদ বিসমিল্লাহ,
আওয়ামী লীগের নেতা নুরুল হুদা মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে।