আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত সকল শহীদ এবং বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমান সহ নিহত এবং আহতদের স্মরণে আওয়ামী লীগের আলোচনা সভা ও শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও শোক মিছিলে পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথক শোডাউন নিয়ে আলোচনা সভায় যোগদান করেন।
চৌমুহনী পৌর আওয়ামী লীগের উদ্দ্যেগে বানিজ্যিক শহর চৌমুহনী বাজারের পাবলিক হল চত্ত্বরে শোক সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাক্তার এ বি এম জাফর উল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সাল ও ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাসেম নিহতদের স্মরণে বক্তব্য রাখেন।
এরপর পৌর আওয়ামী লীগের আয়োজনে পাবলিক হল চত্ত্বর থেকে একটি শোক র্যালী বের হয়ে চৌমুহনী বাজারের কাচারি বাড়ি মসজিদ ঘুরে পশ্চিম বাজার ডেল্টা জুট মিল সামনে এসে র্যালী শেষ হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ সদস্য জিএস মোশারফ হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমিনুল হক মুন্না, চৌমুহনী পৌরসভার কমিশনার জাহাঙ্গীর আলম, নরোত্তমপুর ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান খোকন সহ উপজেলা, পৌরসভার নেতাকর্মীরা সহ আরো অনেকে।