ছবির হাটে ককটেল বিস্ফোরণ 

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছি। আমাদের একটি টিম গেছে। তারা কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহবাগ থানার দক্ষিণ পাশের সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ছবির হাটে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Share This Article