ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় দায়িত্বে নাটোরের ইফতেখার শাওন

নাটোর প্রতিনিধি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাটোরের ইফতেখার শাওন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ইফতেখার শাওন ইতিপূর্বে সংগঠনটির নাটোর জেলা কমিটিতে প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে তিনি নাটোর জেলা কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন।

নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার শাওন বলেন, “আওয়ামী লীগের অন্যায়, অনিয়ম, দুর্নীতি, গুম, খুন, অর্থপাচার, দুঃশাসন এবং সরকারি চাকরিতে বৈষম্যের প্রতিবাদে ২০১৮ সালে হাসান আল মামুন, রাশেদ খান এবং ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনের অগ্নিগর্ভ থেকেই জন্ম নিয়েছে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’, যা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে সংগঠনের ব্যানারে নেতৃত্ব দিয়েছে। জেলা, উপজেলা, মহানগর, ইউনিয়ন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ সামনে থেকে আন্দোলন চালিয়ে গেছেন। ভবিষ্যতেও দেশের ছাত্রসমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব।”

ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্ব নিয়ে কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতাকর্মীরাও আশাবাদী। তারা মনে করছেন, সংগঠনটি আগামীতেও শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share This Article