![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
রাজধানীর কামরাঙ্গীরচরে ছেলের চিকিৎসার খরচ বহন করতে না পেরে আফরোজা আক্তার (২৪) নামের এক মা বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।আজ রবিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আফরোজার চাচা জাহাঙ্গীর বলেন, ‘আফরোজার তিন বছরের ছেলে আফরাজ জন্মের পর থেকেই কিডনি জনিত সমস্যায় ভুগছিল। জন্মের পর থেকে অসুস্থতার কারণে আফরাজের চিকিৎসা করিয়ে আসছিল পরিবার। কিন্তু বর্তমানে অভাবের কারণে যথাযথ চিকিৎসা করাতে পারছিল না তারা। তার চিকিৎসার খরচ ছিল ব্যয়বহুল, যা তাদের পক্ষে বহন করতে খুবই কষ্টকর হয়ে পড়েছিল। ধারদেনা করে এত দিন চালিয়ে ছিলেন চিকিৎসা ব্যয়। এসব নিয়ে আফরোজা হতাশাগ্রস্ত হয়ে বিষপান করে বলে ধারণা করা হচ্ছে।’
জাহাঙ্গীর জানান, আজ বেলা ১১টার দিকে আফরোজা বিষপানে অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিলার চর গ্রামের মো. রানার স্ত্রী আফরোজা। তার স্বামী গুলিস্তানে কাপড়ের দোকানের কর্মচারী। কামরাঙ্গীরচরের টেনারি পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায়পরিবার নিয়ে থাকতেন তারা।