মাননীয় পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএস, পিএসসি (অব.) এমপি বুধবার (১০ জুলাই) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরিকল্পনা মন্ত্রী দেশের জনগণের কষ্টার্জিত অর্থ যথাযথভাবে ব্যয় করার ক্ষেত্রে সকলের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিৎ বলে অভিমত ব্যক্ত করেন।
তিনি প্রতিটি প্রকল্প যথাসময়ে সম্পন্ন করা এবং ব্যয় বৃদ্ধি যাতে না হয় সেদিকে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্পের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে বাস্তবায়ন পরিবীণ ও মূল্যায়ন বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী আরও বলেন, যতগুলো প্রকল্প শেষ হয়েছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ-কে সে-সমস্ত প্রকল্প বাস্তবায়নে কতদিন লেগেছে, প্রকল্পের সংশোধন, ব্যয় বৃদ্ধি প্রভৃতি বিষয় সহ বিস্তারিত পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করতে নির্দেশনা দেয়া হয়েছে। এসকল মূল্যায়ন প্রতিবেদনের উপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, এর উপর ভবিষ্যৎ কর্মপন্থা অনেকাংশে নির্ভরশীল।
এসকল প্রতিবেদনের ভিত্তিতেই ভবিষ্যৎ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের করার ক্ষেত্রে অনেক বিষয় বিবেচনায় নেওয়া হবে। মন্ত্রী এ বিষয়ে সচিত্র অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রস্তত করার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম বৈশ্বিক বাজারে ডলারের মূল্য বৃদ্ধি, ভুমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা প্রভৃতি কারনে প্রকল্প যথাসময়ে সম্পন্ন না হওয়া এবং ব্যয় বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে বলেন, এসকল চ্যালেঞ্জ থাকবেই এবং সেগুলো বিবেচনা করেই প্রকল্প প্রণয়ন করতে হবে এবং যথাসময়ে প্রকল্প সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিনি জনস্ম্পৃক্ততা ও জনকল্যাণ নিশ্চিত করনার্থে অগ্রাধিকারমূলক প্রকল্প বাছাই ও বাস্তবায়নের উপর নজর রাখার পরামর্শ প্রদান করেন। উক্ত মতবিনিময় সভায় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম অনলাইন টেন্ডার প্রক্রিয়া (ই-জিপি) সম্পর্কে বিস্তারিত খোজ-খবর নেন এবং এর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেষ্ট থাকার নির্দেশনা প্রদান করেন। এসময় মতবিনিময় সভায় বাস্তবায়ন পরিবীণ ও মূল্যায়ন বিভাগের সচিব সহ সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।