জনপ্রশাসন সচিব হলেন এহছানুল হক

বাংলাদেশ চিত্র ডেস্ক

দীর্ঘদিন শূন্য থাকার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হলো মো. এহছানুল হককে। এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রবিবার (১২ অক্টোবর) সরকার তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে।

গত জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার মোখলেস উর রহমানকে জনপ্রশাসন সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। দুই বছরের জন্য চুক্তি হলেও গত ২১ সেপ্টেম্বর তাঁকে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য হিসেবে নিয়োগ করা হয়। মোখলেস উর রহমানকে সরানোর পর থেকেই গুরুত্বপূর্ণ এই পদটি খালি ছিল, যা নিয়ে প্রশাসনে আলোচনা-সমালোচনা চলছিল। অবশেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।

Share This Article