জয়পুরহাটে ২য় ধাপে দুইটি উপজেলায় জয়পুরহাট সদর ও পাঁচবিবি ভোট গ্রহণ শুরু হয়েছে । সোমবার ২১ মে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পযন্ত। তবে সকাল ১০ পর্যন্ত ভোটার উপস্থিত কম দেখা গেছে।
দইটি উপজেলায় ১৫১ টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৯৯১ জন। জয়পুরহাট সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন।
পাঁচবিবি উপজেলার চেয়ারম্যান প্রার্থী ৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন,মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন। দুই উপজেলায় সর্বমোট ৩০ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন।