
দক্ষিণ এশীয় জলবায়ু পরিবর্তন সাংবাদিক মঞ্চ (SACCJF-India) এবং পণ্ডিত রবীন্দ্রশঙ্কর শুক্লা বিশ্ববিদ্যালয়, রায়পুর-এর যৌথ উদ্যোগে “Impact of Climate Change in Central India” শীর্ষক দিনজোড়া সেমিনার ও চিত্রাঙ্কন-প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ছত্তিশগড়ের মাননীয় রাজ্যপাল শ্রী রমেন ডেকা। তিনি তাঁর ভাষণে বলেন, “শুধুমাত্র সরকারের উদ্যোগে জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধান হবে না। এ বিষয়ে আমাদের প্রত্যেক নাগরিক—ছাত্র, শিক্ষক অথবা সাধারণ মানুষ—সবাইকে নিজের দায়িত্ব নিতে হবে। তবেই একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সারা বিশ্ব দুটি বড় বিপদের সম্মুখীন—পারমাণবিক শক্তির হুমকি এবং জলবায়ু পরিবর্তনের হুমকি।” তাঁর বার্তা — আমরা প্রকৃতিকে রক্ষা করলেই প্রকৃতি আমাদের রক্ষা করবে।
SACCJF-এর উপদেষ্টা সৌম্য বন্দ্যোপাধ্যায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে তাঁর বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, প্রকৃতি রক্ষার্থে আমাদের প্রত্যেককে সংকল্পবদ্ধ হতে হবে নিজেদের কাজের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সচ্চিদানন্দ শুক্লা বিশ্ববিদ্যালয়ের নানা উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন সাংবাদিক মঞ্চের সভাপতি আশিস গুপ্তকে সংবর্ধনা জানান উপাচার্য শুক্লা।
অনুষ্ঠানে রায়পুর শহরের বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জলবায়ু পরিবর্তন ভিত্তিক চিত্রাঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিজয়ী ও বিচারক মণ্ডলীদের রাজ্যপাল ডেকা সম্মান প্রদান করেন । প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের সৃজনশীলতা ও সচেতনতার পরিচয় দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রফেসর মুকুন্দলাল নায়েক ও প্রফেসর দেবাশীষ সান্যাল জলবায়ু পরিবর্তন নিয়ে তথ্যসমৃদ্ধ ও মননশীল বক্তৃতা উপস্থাপন করেন, যা শিক্ষার্থীদের নতুন দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়ক হয়।উল্লেখযোগ্য, নায়েক সম্প্রতি বটবৃক্ষের এক নতুন প্রজাতি আবিষ্কার উদ্ভিদবিজ্ঞানী মহলে সমাদৃত হয়েছেন। এই আয়োজন জলবায়ু পরিবর্তন নিয়ে জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এবং সমাজের সকল স্তরকে সক্রিয়ভাবে জোড়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।
ইউআরএল কপি করা হয়েছে