শরীয়তপুরের জাজিরা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১০ মে) বিকালে জাজিরা জেলা পরিষদ মিলনায়তনে নতুন কমিটি ঘোষণা করা হয়। দৈনিক সংবাদের মো. পলাশ খানকে সভাপতি ও দৈনিক আজকের দর্পণের শাওন বেপারীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
অনুষ্ঠানে জাজিরা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন স্বপন খানের সভাপতিত্বে জাজিরা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বুলেটের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে। সম্মানিত অতিথি ছিলেন, শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা, জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মিয়া, সহকারী কমিশনার(ভূমি) মো. আরিফুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান। এসময় স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ- সভাপতি জামাল মাদবর, সহ-সভাপতি সাইদ আকন, মুহাম্মদ বরকত উল্লাহ্ ও মানজারুল ইসলাম মিলন, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সাগর মিয়া, দপ্তর সম্পাদক হানিফ বেপারী, কোষাধ্যক্ষ রাসেদুল ইসলাম রিয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব মিয়া, নির্বাহী সদস্য মাহমুদুল হাসান, শাহিন আলম, দেলোয়ার মুন্সি, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বাবু এবং সদস্য জাফর আহমেদ, মো: মাহবুব আলম, মনির হোসেন ও শফিকুজ্জামান রুবেল।