জাতিসংঘ প্রধানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

বাংলাদেশ চিত্র ডেস্ক

নিউইয়র্কে সদর দপ্তরে জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এছাড়াও নিউইয়র্কে হোটেলে জাতিসংঘের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান, মানবাধিকার সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন ড. ইউনূস। মানবাধিকার কর্মীদেরকে তিনি নির্বাচনের আগে ঘন ঘন বাংলাদেশে সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

ড. ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে মানবাধিকার কর্মীদের সফর গুরুত্বপূর্ণ। 

এছাড়াও কিছু শক্তি জাতীয় নির্বাচন বানচালের চেষ্ট চালাচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

Share This Article