জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে কমিশন

বাংলাদেশ চিত্র ডেস্ক

জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলো কার্যকর করার পথ নির্ধারণের জন্য আজ জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে।

রবিবার (৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বৈঠকটি শুরু হয়। বৈঠকে প্রধানত সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে যে মতপার্থক্য রয়েছে তা কতটা কমেছে, তা যাচাই করা হবে। এছাড়া দলগুলো চাইলে বিশেষজ্ঞদের সুপরিকল্পিত ও পরিমার্জিত পরামর্শও প্রস্তাব আকারে কমিশনের কাছে উপস্থাপন করতে পারবে।

জাতীয় সনদে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। খসড়া প্রায় চূড়ান্ত হলেও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনো ঐকমত্য তৈরি হয়নি। ফলে চূড়ান্ত সনদ প্রকাশের কাজ স্থগিত রয়েছে। এর আগে ১১ সেপ্টেম্বর থেকে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। কমিশনের কর্মকর্তারা জানান, আজকের বৈঠক শেষে যদি আলোচনায় সমাধান না আসে, তবে পরবর্তী দিন বৈঠককে বাড়ানো হতে পারে।

কমিশনের লক্ষ্য আগামী ১৫ অক্টোবরের মধ্যে সকল রাজনৈতিক দলের স্বাক্ষর সংগ্রহ করে সনদটি পূর্ণাঙ্গ রূপে ঘোষণা করা।

সূত্র জানায়, জুলাই সনদের কিছু প্রস্তাব নির্বাহী আদেশ বা অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করা সম্ভব, এ বিষয়ে সকল দল একমত। তবে সংবিধান-সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের সুনির্দিষ্ট পদ্ধতি নিয়ে বিতর্ক এখনও রয়ে গেছে।

গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত আলোচনায় কমিশন বিশেষজ্ঞদের পরামর্শ প্রস্তাব আকারে উপস্থাপন করে। সেখানে বলা হয়েছিল, মৌলিক সংস্কারগুলো নিয়ে অন্তর্বর্তী সরকার একটি ‘সংবিধান আদেশ’ জারি করতে পারে, যা অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের দিন একযোগে গণভোটের মাধ্যমে এটি অনুমোদিত হতে পারে। তবে বিএনপিসহ কিছু দল এই প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করে। পরে কমিশন আবারও বিশেষজ্ঞদের সঙ্গে দুই দিন ধরে আনুষ্ঠানিক বৈঠক সম্পন্ন করেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার ও অন্যান্য সদস্যরা।

Share This Article