জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

বাংলাদেশ চিত্র ডেস্ক

পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাত। ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ জানিয়েছে, আগামী ৬ জুন মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ বলছে, হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে আগামী ২৭মে সন্ধ্যায়। আর ২৮মে হবে জিলহজের প্রথমদিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেন, আরব আমিরাতে স্থানীয় সময় ২৭মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ দেখা যাবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট পর্যন্ত চাঁদ আকাশে দৃশ্যমান থাকবে।

যদি জ্যোতির্বিদ্যার পূর্বাভাস সঠিক হয়, তাহলে ৫ জুন (বৃহস্পতিবার) হবে আরাফাতের দিন। এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এর পরেরদিন শুক্রবার পবিত্র ঈদুল আজহা হবে। তবে যদি ২৭মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায়, তাহলে জিলহজ শুরু ২৯মে, যার ফলে ঈদুল আজহা শুক্রবারের পরিবর্তে ৭ জুন শনিবারে উদযাপিত হবে।

যেহেতু মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ হয়, সে হিসেবে ৭ অথবা ৮ জুন বাংলাদেশের মানুষ ঈদ পালন করবেন।

Share This Article