জামায়াতই দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রকৃত রক্ষাকবচ: আব্দুস সালাম মাদানী

বাংলাদেশ চিত্র ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, ‘জামায়াতই দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রকৃত রক্ষাকবচ।’

বুধবার বিকালে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজারে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে মাওলানা মাদানী বলেন এসব কথা বলেন।

তিনি বলেন, শত জুলুম-নির্যাতনের মধ্যেও জামায়াত নেতৃবৃন্দ দেশত্যাগ করেনি, যা এ দলের সত্যিকারের দেশপ্রেম ও স্বাধীনতার প্রতি দায়বদ্ধতার প্রমাণ। ইসলামই দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও আইনের শাসনের একমাত্র গ্যারান্টি।

তিনি আরও বলেন, ‘বিগত ৫৪ বছরে মানুষের তৈরি আইনে দেশ চললেও জনগণের কল্যাণ হয়নি। যারা আল্লাহভীতি দিয়ে দেশ পরিচালনা করেন, তারাই সুশাসন ও কল্যাণ প্রতিষ্ঠা করতে সক্ষম। অতীতের জামায়াত নেতারা মন্ত্রী ও এমপি হিসেবে দায়িত্ব পালনকালে কোনো দুর্নীতিতে লিপ্ত হননি।’

সমাবেশে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের আমির ডা. হারুন অর রশীদ, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা, আগামী নির্বাচনে দেশের উন্নয়ন ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে ভোটারদেরকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Share This Article