
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। যেখানে টাকা পয়সা, স্বর্ণ-রুপা, বৈদেশিক মুদ্রা ছাড়াও অনেক ধরনের চিঠি পাওয়া যায়। যা আল্লাহকে উদ্দেশ্যে করে মসজিদটির দানবাক্সে ফেলে রাখেন সাধারণ মানুষ। আজ সেখানে নাম-পরিচয়হীন অজ্ঞাত এক ব্যক্তির চিঠিতে লেখা রয়েছে- ‘হে আল্লাহ, আমি বাংলাদেশ জামাতি ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। হে আল্লাহ, আমার দোয়া কবুল কর। এটাই আমাদের মুসলিমদের চাওয়া, জামাতি ইসলাম, আমিন।’
শনিবার (১৭ এপ্রিল) সকাল ৭টায় পাগলা মসজিদে ১১টি দানবাক্স খোলা হয়। এ সময় এই চিরকুটটি পাওয়া যায়।
এছাড়াও এদিন দানবাক্সে আরও কয়েকটি চিরকুট পাওয়া যায়। যেখানে একজন প্রেমিকা মুসলিম হয়েও খ্রিষ্টান ছেলেকে জীবনসঙ্গী করে পেতে চিঠি লিখেন। চিঠিতে লেখা ছিল- ‘আসসালামু আলাইকুম হুজুর। আমার নাম আফরোজ আক্তার সেজুতি, আমি একজনকে অনেক ভালোবাসি, সারাদিন তার চিন্তা আমার মাথায় ঘুরে। ওর কথা মনে পড়লে অনেক কান্না আসে। আমি আমার পড়ালেখায় মনোযোগ দিতে পারি না। ও আমার ব্যাপারে কিছুই জানে না আমি ওর ব্যাপারে সব জানি। ও খ্রিষ্টান আমি মুসলমান, আমি আল্লাহর কাছে অনেক প্রতিদিন নামাজ পড়ে ওর জন্য দোয়া করি। আল্লাহর কাছে বলি- ও যেনো মুসলমান হয়ে যায়, আমি চাই ও আমার জন্য হালাল হয়ে যাক। আল্লাহ ওকে আমার জন্য হালাল করে দেন।’
এছাড়াও এদিন আরও একটি চিঠিতে লেখা ছিল- ‘ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর ক্ষমতায় চাই। আল্লাহ তুমি সহজ করে দাও।’