
লক্ষ্মীপুর জেলা জামায়াত আমির মাস্টার রুহুল আমিন ভুঁইয়া মন্তব্য করেছেন, জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে না, বরং জান্নাতের পথ দেখায়।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রায়পুর উপজেলা জামায়াত কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইয়েদ নাজমুল হুদা। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা ফজলুল করিম, উপজেলা সেক্রেটারি আবদুল আওয়াল রাসেল, উপজেলা নায়েবে আমির মাওলানা ইউসুপ জালাল, পৌর নায়েবে আমির অ্যাডভোকেট কামাল উদ্দিন, পৌর সেক্রেটারি আসরাফুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতারা।
রুহুল আমিন ভুঁইয়া আরো বলেন, ‘জনগণের সেবা করা ইবাদত মনে করি। তাই রায়পুরের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনা নেয়া হবে। জনগণের মতামত ও অংশগ্রহণকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।’
সভায় সাংবাদিকরা স্থানীয় নানা সমস্যা ও জনদুর্ভোগ তুলে ধরেন।