নিজস্ব সংবাদদাতা : জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে জামালপুরে অপরাজেয় বাংলাদেশ কর্তৃপক্ষ মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। এবারের প্রতিপাদ্য বিষয় কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ। শিশুদের যৌন হয়রানী, সহিংসতা, নির্যাতন, ও পাচার প্রতিরোধে ইউ এন উইমেন সংস্থার অর্থায়নে এ কর্মসূচি আয়োজন করা হয়। গত রোববার ২৯ সেপ্টেম্বর দুপুরে অপরাজেয় বাংলাদেশ স্নেহা নিরাপদ আশ্রয় কেন্দ্রের সামনে শহরের সাহাপুর বাইপাস সড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি প্রধান অতিথি হিসেবে মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি জিন্নাত শহীদ পিংকি বলেন আমাদের মোট জনসংখ্যার অর্ধেক নারী। সমাজ ও দেশের সব ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ রয়েছে। নারীদের ছাড়া দেশ ও পৃথিবী অচল। তাই তিনি নারী ও শিশু নির্যাতন বন্ধসহ শিশু অধিকার সুরক্ষা, যৌন নির্যাতন, সহিংসতা ও পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেন্টার ম্যানেজার আশরাফুল ইসলাম, সংযোগ প্রকল্প ব্যবস্থাপক আছিয়া আফসানা, সমাজকর্মী আব্দুল মোতালেব বাদল কাউন্সিলর কাম কেইস ম্যানেজার মুসলিমা জান্নাত মিলি, অনলাইন বাংলার চিঠি ডটকম পত্রিকার জ্যৈষ্ঠ সাংবাদিক মোস্তফা মঞ্জু, দ্যা বাংলাদেশ টুডের সাংবাদিক এম সুলতান আলমসহ আমন্ত্রিত বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।