বিল্লাল হোসাইন, জামালপুর:
জামালপুরে আশার আলো প্রকল্পের শিশু পাচার, বাল্য বিবাহ, লিঙ্গ ভিত্তিক সহিংসতা ও নির্যাতন প্রতিরোধের জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে জেলা প্রশাসকের সভাকক্ষে ঢাকা সবুজের অভিযান ফাউন্ডেশনের সহযোগিতায় ও জামালপুর তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা এ সভার আয়োজন করেন। সভায় উপরোক্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুক্ত আলোচনার মাধ্যমে সকলের মতামত ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন, ওসি তদন্ত নূর মোহাম্মদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: কাওসানা, জেলা সমাজ সেবা অফিসের উপপরিচালক রাজু আহমেদ, জেলা তথ্য কর্মকর্তা জালাল উদ্দীন, জেলা শিক্ষা অফিসার মনিরা মুস্তারী ইভা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা আহমেদ স্বপনা, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, উন্নয়ন সংঘের পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এমএ জলিল, শরিফপুর ইউপি চেয়ারম্যান মো: আলম আলী প্রমুখ।
এছাড়াও এনজিও প্রতিনিধি, ইউনিয়ন যুব দলের সদস্যরা উপস্থিত ছিলেন।