জামালপুর সদর উপজেলা জাতীয় পার্টি ইটাইল ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫জুলাই) বিকেলে ইটাইল ইউনিয়নের খলিল নেতার বাজারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
জাতীয় পার্টি ইটাইল ইউনিয়ন শাখার আহবায়ক হাজি মো. আসাদুল্লাহ'র সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন খান।
সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার সহ-সভাপতি ডা. ইয়াসিন আলী আকন্দ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মানিক।।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আবু বক্কর বাকের, সাংগঠনিক সম্পাদক
মামুনুর রশীদ মামুন, আব্দুল মালেক, আনোয়ার হোসেন সেলিম, হযরত আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রাজু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, প্রাক্তন সৈনিক পার্টি জামালপুর জেলা শাখার আহবায়ক আতাউর রহমান আজাদ, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মিজানুর রহমান, জাতীয় তরুণপার্টি জামালপুর জেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল ফারুক, জাতীয় ছাত্রসমাজ জামালপুর জেলা শাখার সদস্য সচিব কাজি আকাশ, জাতীয় পার্টি জামালপুর সদর শাখার আইন বিষয়ক সম্পাদক আরিফ বিল্লাহ বাবু প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি বাঁশচড়া ইউনিয়ন শাখার সভাপতি আল আমিন, তিতপল্লা ইউনিয়ন শাখার আহবায়ক মো. হানিফ উদ্দিন, ঘোড়াধাপ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইটাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, নরুন্দি ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হালিম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় গতকাল পালন করা হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টিকে সু-সংগঠিত করতে হবে। জামালপুর সদরের ১৫ টি ইউনিয়নসহ সকল ওয়ার্ড গুলোতে কমিটি গঠন করে করার আহবান জানান।
দ্বি-বার্ষিক সম্মেলনে জামালপুর জেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠন সহ অত্র ইউনিয়নের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।