বিল্লাল হোসাইন, জামালপুর :
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে জামালপুর জেলা বিএনপির আয়োজনে শহরের শফির মিয়ার বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজভী আল জামালী রঞ্জু, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: গোলাম রব্বানী প্রমুখ।
পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।