শামীম আলম : জামালপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার -প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ২৯ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই গ্রাম আদালত আয়োজন করা হয়। স্থানীয় সরকার উপ-পরিচালক মৌসুমী খানমের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম, মাহফুজা রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী প্রমূখ। বক্ততারা বলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের মামলার অগ্রগতি এবং চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করেন। দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায় বিচার পথকে সহজ করার লক্ষে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত মাঠ পর্যায়ের মুরু করাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।