
বিল্লাল হোসাইন, জামালপুর:
জাতীয় ছাত্র সমাজ জামালপুর জেলা শাখা’র
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় স্টেশন রোডস্থ সেতুলী প্লাজার ৬ষ্ঠ তলা অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ জামালপুর জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
জাতীয় ছাত্র সমাজ জামালপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ শেফায়েত খান সুপ্তর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ আল-মামুন, প্রধান বক্তার বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম খান।
জাতীয় ছাত্র সমাজ জামালপুর জেলা সদস্য সচিব মোঃ কাজী আকাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য দেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এইচএম সারোয়ার, ঢাকা মহানগর উত্তর আহবায়ক আরিফুল ইসলাম রিগান, যুগ্ম আহবায়ক সাফিন চৌধুরী, সদস্য সচিব শরিফ মিয়া, ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক ইদ্রিস আলী শ্রাবণ, সম্মিলিত পলিটেকনিক শাখার সদস্য সচিব তুষার প্রধান।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, দপ্তর সম্পাদক মোঃ আকরাম হোসেন সহ আরো অনেকেই।
এছাড়াও জামালপুর জেলা জাতীয় পার্টি, জেলা জাতীয় ছাত্র সমাজ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।